এক জন বাবা রিকসা চালিয়ে, অনেক কষ্টে তিনি সংসার চালান ৷সাত আটজন নিয়ে পরিবার চালিয়ে সন্তানের পড়াশোনা করান ৷ এক জন গরীব বাবাকে কষ্ট করে তাঁর সন্তানকে এসএসসি/ এইচএসসি পর্যন্ত পড়াশোনা করাতে হয়, এখুন ৫/৭ লখ টাকার দরকার সরকারী পিয়ন,দারোয়ান,মালির, চাকুরী পাইতে। কিন্তুু আপনি একজন শিক্ষিত মধ্যবিত্ত হয়েও কিভাবে রিকসা চালক সন্তান এর কাছে টাকা দাবী করেন ৷ বুঝলাম বাড়ী, ভিটামাটি বেচে টাকা দিলো কিন্তু সেই টাকা দিয়ে আপনি কি করবেন? আপনার সন্তান এর জন্য বাইক বা আধুনিক ড্রেস কিনবেন, ইংরেজি ভাষায় পড়াশোনা করাবেন। কারন আপনার বেতন এ বড় সংসারের খরচ চালানো সম্ভব নয় ৷
কী অমানুষিক পরিশ্রম করে তার পরিবার চালায় আপনি কি খবর রাখেন? আপনি কি কখনো বলেছেন আপনার পরিবার কে এমন ইনকাম এর কথা? আপনার পরিবার কি সেই অবৈধ টাকা আপনার কাছে চেয়েছে?