About

About me

আমি এস এ জাহিদ। 21 ডিসেম্বর 1992 সালে বাংলাদেশের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। জয়পুরহাট জেলার কালাই থানায় আমার বেড়ে ওঠা। এখন আমি বগুড়া জেলায় বিজনেস এবং বসবাস করি। বগুড়া আজিজুল হক কলেজ থেকে স্নাতকোত্তর এবং মাস্টার্স কমপ্লিট করি। পড়াশোনার পাশাপাশি 2015 সাল হতে ব্যবসার সঙ্গে জড়িত হয় ।

যে জানে সে খুঁজে, যে খুঁজে সে পায়।

কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে 2017 সাল হতে সিপিএন টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি কম্পিউটার এন্ড স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার চালু করি। আমার প্রতিষ্ঠানের অনুমোদন কোড নং (20288)

বাংলাদেশের অবহেলিত কৃষকদের উন্নয়নের লক্ষ্যে আমি 2019 সাল হতে বিএসটিআই এর অনুমোদন নিয়ে এবং কৃষি বিপণন অধিদপ্তরের অনুমোদন নিয়ে।ইনটেক এগ্রো এন্ড ফুড প্রডাক্ট নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি যা কৃষকদের উন্নয়নে কাজ করছে।

বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে গ্রীন ভিলেজ ট্যুর এন্ড ট্রাভেলস লিমিটেড নামে একটি টুরিস্ট কোম্পানি প্রতিষ্ঠা করি। যা ট্যুরিজম সেক্টরের উন্নয়নে কাজ করছে।

আমার পছন্দ

আমি নতুন উদ্যোক্তা তৈরি এবং নতুন কিছু সৃষ্টি করতে পছন্দ করি।রাষ্ট্রের সংস্কারের জন্য রাজনীতিকে আমি ভীষণভাবে পছন্দ করি।

কম্পিউটার
80%
গ্রাফিক্স ডিসাইন
87%
ওয়েব ডিসাইন
90%
Photoshop
85%
Planning
75%

Experience

2015-2021

কম্পিউটার

আইটি দক্ষতা:

বর্তমানে সবারই আইটি সম্পর্কে নূন্যতম জ্ঞান থাকা জরুরি। আমার ইনফরমেশন এবং আইটি ক্লাউড কম্পিউটিংয়ের কাজ করার অভিজ্ঞতা আমার আছে।

2015-2021

কমিউনিকেশন

কমিউনিকেশন স্কিল:

মানুষের সাথে যোগাযোগের দক্ষতা আমার দীর্ঘদিন যাবত। সাবলীল ভাষায় মানুষের সাথে কথা বলা এবং সেলস, মার্কেটিং, ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অফিসার-এসব পদে কাজ করার অভিজ্ঞতা আমার আছে।

2008-2021

টিম ওয়ার্ক করার যোগ্যতা

টিম ওয়ার্ক করার যোগ্যতা:

সবার সঙ্গে মিলেমিশে কাজ করার মন-মানসিকতা আমার আছে।তবে একসঙ্গে কাজ করার যোগ্যতা সকলেরই থাকা উচিত।তাই দূর থেকে কাজ করলেও একের সঙ্গে অন্যের সংযোগ থাকতে হবে।

আদর্শের রাজনীতি